সুদীর্ঘ ঐতিহ্যের ধারায় লালিত ঢাকাস্থ মৌলভীবাজারবাসীদের প্রাণের সংগঠন মৌলভীবাজার জেলা সমিতি,ঢাকা। ঢাকা শহরে বসবাসকারী মোলৗভীবাজারীদের সামাজিক,সাংস্কৃতিক কল্যাণ, পারস্পরিক সহায়তা ও সকলকে এক সূতোয় বাধার লক্ষ্যে কতিপয় খ্যাতিমান মহৎ হৃদয়ের মানুষ ১৯৭৮ সালে সমিতি প্রতিষ্ঠা করেন। তাঁদের মধ্যে অন্যতম সর্বজনাব মরহুম সৈয়দ মর্তুজা আলী, মরহুম লে. ক. (অবঃ) আজিজুর রহমান, সৈয়দ আবুল কালাম আজাদ, আব্দুল কাদির মাহমুদ, মরহুম সৈয়দ আব্দুল মুক্তাদির, মরহুম মঈন উদ্দিন আহমদ, মিসেস শাহানারা বেগম চৌধুরী, মরহুম সুলতান মাহমুদ, মরহুম আব্দুল মুকিত খান, এড. মুজিবুর রহমানের নাম উল্লেখযোগ্য। আমরা তাঁদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করি।
গঠনতন্ত্রকে যুগোপযোগী এবং প্রগতিশীল করার জন্য ২০২২ সালে গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব উত্থাপিত হয় যা ২৪ সেপ্টেম্বর,২০২২ সালের সাধারণ সভায় আলোচিত হয়। উক্ত সভায় সমিতির প্রাক্তন সভাপতি জনাব তবারক হোসেইন ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাবলাকে নিয়ে গঠনতন্ত্র সংশোধনীর খসড়া প্রস্তুত করার জন্য কমিটি গঠন করা হয় যা গত ৩০/১২/২০২২ তারিখে ‘এম. ভি. তরঙ্গ-৭’-এ ড. সৈয়দ মোশতাক আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় গৃহিত হয় এবং ১লা জানুয়ারি,২০২৩ থেকে কার্যকর হয়। যে কারণে কর্মবর্ষের ধারাবাহিকতা বজায় রাখার জন্য বর্তমান কমিটি এক বছরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে।
মৌলভীবাজার জেলা সমিতি, ঢাকা সম্প্রতি বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম ও উন্নয়নমূলক উদ্যোগে সম্পৃক্ত হয়েছে, যা জেলার মানুষের কল্যাণে নিবেদিত।