মৌলভীবাজার জেলা সমিতি,ঢাকা’র উদ্যোগে প্রথমবার নৌ-বিহারঃ

গত ৩০.১২.২০২২ তারিখে সমিতির উদ্যোগে প্রথমবারের মতো নৌ-বিহারের আয়োজন করা হয়। এতে প্রায় ১ হাজার অতিথির অংশগ্রহণে ‘তরঙ্গ-৭’ নৌযান মৌলভীবাজারীদের মিলনমেলায় পরিণত হয়। উৎসবে প্রথম পর্বে ছিল বার্ষিক সাধারণ সভা ২০২২ ও দ্বিতীয় পর্বে দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান ও উন্নতমানের আপ্যায়ন সুধিজনের ব্যাপক প্রশংসা লাভ করে