করোনাকালীন সমিতির কার্যক্রমঃ

আপনারা নিশ্চই অবগত আছেন, বিগত কোভিড-১৯ অতিমারীর সময়ে জুলাই, ২০২১-এ মৌলভীবাজার সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসমূহ কোভিড-১৯ প্রতিরোধসামাগ্রী ও অক্সিজেনের চরম সংকটে পড়ে। তৎকালীন জেলা প্রশাসক জনাব মীর নাহিদ আহসান, সিভিল সার্জন জনাব চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, মেয়র ফজলুর রহমান, ডা. এম এ আহাদের আহ্বানে সাড়া দিয়ে সভাপতি মহোদয় গত ১৭.৭.২১ তারিখে জরুরি ভিত্তিতে নির্বাহী পরিষদের ভার্চুয়াল সভা আহ্বান করেন। নির্বাহী পরিষদের সকল সদস্য স্বতস্ফূর্তভাবে মানবিক সহায়তায় এগিয়ে আসেন এবং নিজেরা সাধ্যমতো অনুদান দিয়ে ‘কোভিড-১৯’ প্রথম
সহায়তা তহবিল গঠন করেন। সাথে সাথে দেশের ও প্রবাসীদের কাছে অনুদান চাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কোভিড-১৯ কোর কমিটির সদস্য ছিলেন ড. সৈয়দ মোশতাক আহমেদ, মো. হাবিবুর রহমান বাবলা,
এড. জসিম উদ্দিন আহমেদ এবং মো. এলাইছ মিঞা। ড. সৈয়দ মোশতাক আহমেদ-এর ব্যক্তিগত সততার প্রতি আস্থাশীল দেশ-বিদেশে অবস্থানরত বৃহত্তর সিলেটবাসী ব্যাপক সাড়া দেন এবং দ্রুত সময়ের মধ্যে
সমিতি কর্তৃক প্রায় ৫০ লাখ টাকা সংগ্রহ করা হয়। এই তহবিল থেকে তৎকালীন জেলা প্রশাসক, মৌলভীবাজার ও সিভিল সার্জন মহোদয়ের কাছে নিম্নবর্ণিত চিকিৎসাসামগ্রী হস্তান্তর করা হয়:
ক. ডাক্তার ও নার্সদের সুরক্ষার জন্য মৌলভীবাজার জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ১০০০টি পিপিই বিতরণ।
খ. ৩০০টি অক্সিজেন সিলিন্ডার।
গ. ৩০০টি রি-ব্রেথার, ২০০টি অক্সিজেন মাস্ক, ৩০টি অক্সিজেন ফ্লো-মিটার।
ঘ. করোনা রোগীদের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত ১০টি CPAP মেশিন।
সমিতির সভাপতি ড. সৈয়দ মোশতাক আহমেদ-এর বলিষ্ঠ নেতৃত্ব, আর্তমানবতার সেবার অদম্য ইচ্ছার কারণে সমিতি বড় অংকের ফান্ড গঠন করে ‘কোভিড-১৯’ অতিমারীর সময় বিপুল অংকের চিকিৎসাসামগ্রী
নিয়ে মৌলভীবাজার জেলা করোনায় আক্রান্ত রোগীদের পাশে দাড়িয়েছে। এই অবদানের জন্য মৌলভীবাজার জেলা সমিতি, ঢাকার সভাপতি মহোদয়কে বর্হিবিশ্ব থেকে সম্মাননা প্রদান করা হয়।