গত ২৬ আগস্ট, ২০২৪ তারিখে মৌলভীবাজার জেলা সমিতি, ঢাকা’র পক্ষ থেকে ত্রাণ সামগ্রী জেলার নিম্নলিখিত বন্যা কবলিত এলাকায় বিতরণ করা হয়ঃ

শেরপুর আজাদ বক্ত উচ্চ বিদ্যালয় ও কলেজ, শেরপুর বাজার।
মাতার কাপন (চেয়ারম্যান বাড়ী)
কদম হাটা কালি বাড়ি
কদম হাটা সরকারি স্কুল
সাদা পুর (বালাগঞ্জ খেয়াঘাট এলাকা)
কুলাউড়া (আশ্রয় কেন্দ্র)
বড়লেখা ( বড় লেখা আর্মী ক্যাম্প)
কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন।
ত্রাণ বিতরণে সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাবলা, সহ-সম্পাদক মাহবুব মোরশেদ ইমন, সহ-সভাপতি বনমালী ভৌমিক, ও এড. জসিম উদ্দিন আহমেদ, সাহিত্য সম্পাদক মোহাম্মদ নেসার আলী, আজীবন সদস্য রুপক চৌধুরী ও কাওসার ইকবাল উপস্থিত ছিলেন।